×

জাতীয়

দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা: বিজিবি মহাপরিচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম

দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা: বিজিবি মহাপরিচালক

মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

   

বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক করতে একটি মহল চক্রান্ত করছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দুর্গাপূজা ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে দেশে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে তা ধ্বংস করতে ওই মহল সক্রিয়। যারা আনসার বাহিনীর মাধ্যমে বিদ্রোহ সৃষ্টির অপচেষ্টা করেছিল, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, কলকারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়েছিল, তারা এখন নানা অপতৎপরতায় লিপ্ত। 

সীমান্তের প্রসঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয়ার পরও কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থক ও সাবেক মন্ত্রী-এমপি পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তারা কীভাবে, কোন সীমান্ত দিয়ে পালিয়েছেন সে বিষয়ে আমারও প্রশ্ন আছে। যারা পালিয়েছেন বলে উল্লেখ করা হচ্ছে, তাদের বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট বিকাল থেকেই অনুমান করা হচ্ছিল, কিছু প্রভাবশালী ভারতে পালিয়ে যেতে পারেন। তারা যাতে পালাতে না পারেন সেজন্য আমরা তাদের তালিকা করে সংশ্লিষ্ট সব জায়গায় পাঠিয়ে দেই। অবৈধভাবে দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। শুধু কি বিজিবিই দায়বদ্ধ? কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। ভারতে পলায়নের সময় এ পর্যন্ত  ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন হলেন উচ্চপদস্থ। 

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের চার হাজার ২০০ কিলোমিটার সীমান্ত। পুরো সীমান্ত শিল্ড করে দেয়া বা সশরীরে সার্বক্ষণিক গার্ড দেওয়া সম্ভব নয়। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় দালালদের মাধ্যমে পলায়ন সম্ভব। অনেক টাকার বিনিময়ে দালালরা কাজ করে বলে তথ্য রয়েছে। আমরা দালালদের বলেছি, যারা পালাতে চায় তাদের ধরিয়ে দিতে পারলে দ্বিগুণ টাকা দেব। রাউজানের এমপিকে দালালসহ ধরেছি। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। তাই ভারতে পালিয়ে গিয়েও তারা রক্ষা পাবেন না। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বন্দি বিনিময় চুক্তিকে কাজে লাগানো হবে।

মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ছাত্র-জনতার অন্দোলনে বিজিবির তিনজন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে একজন র‌্যাবে ডেপুটেশনে ছিলেন। ১০৩ জন বিজিবি সদস্যের বেশিরভাগই আহত হয়েছেন পুলিশের গুলিতে। বিজিবির হাতে যেন একটি প্রাণও না যায় আমরা সেই চেষ্টা চালিয়েছি। আন্দোলন দমাতে পুলিশ যে ধরনের কাজ করেছে, আমাদেরও সে ধরনের কাজ করতে বলা হয়েছিল। কিন্তু আমরা করিনি। অনেক কিছুই টেকনিক্যালি এড়িয়ে গেছি। এজন্য আমাকে জবাবদিহিও করতে হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App