অভ্যুত্থানে হত্যার নির্দেশদাতাদের বিচার করতে হবে: জাতীয় নাগরিক কমিটি

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম

ছবি: ভোরের কাগজ
জুলাই মাসের গণঅভ্যুত্থানে সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যার ঘটনা ঘটেছে। এর জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ‘নাগরিক সমাবেশে’ তিনি এই দাবি জানান।
নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের ছাত্ররা আরেকটি মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো, আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীরা নিজেদের দল গোছাতে ব্যস্ত।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান বাতিল করে দ্রুত নতুন সংবিধান করতে হবে। রাজনীতির মাঠে প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি জানান, আমরা আর কোনো প্রতিহিংসা চাই না। অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি, হত্যাকারীদের দ্রুত বিচার করা হোক।
এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের দায়িত্ব নেয়ার এবং আহতদের সুচিকিৎসা প্রদানের মতো সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে। দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
তিনি বলেন, শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ। শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। আখতার সরকারকে দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ করতে এবং শহীদদের পরিবারের দেখাশোনা ও আহতদের সুচিকিৎসার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দ। এসময় আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় নিহত মারুফের পিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে গত ১৯ জুলাই পুলিশের গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আমার ছেলে মারা যায়। ডিবি পুলিশ আমার বাসায় গিয়ে আমাকে জামায়াত শিবির বলে ট্যাগ দেয়ার চেষ্টা করেছে।
আরো পড়ুন: বন্যা পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদলের ৯ দফা নির্দেশনা
তিনি জানান, ৫ আগস্টের পর ২৮ জনের বিরুদ্ধে মামলা করি, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আমি কাদের কাছে বিচার চাইবো? যাদের ডাকে আমার ছেলে আন্দোলনে জীবন দিয়েছে, তারাও আমার কোনো খোঁজ নেয়নি। বক্তৃতা শেষে তিনি তার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।