×

জাতীয়

নদ-নদী দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণে ঢাকার জেলা প্রশাসকের উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

নদ-নদী দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণে ঢাকার জেলা প্রশাসকের উদ্যোগ

ছবি: ভোরের কাগজ

   

ঢাকা জেলার নদ-নদী ও খালসমূহ অবৈধ দখল ও দূষণ মুক্ত করে সংরক্ষণের টার্গেট নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে সকলের মতামত ও সহযোগিতা কামনা করেছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমদ। তিনি জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা বিশেষভাবে প্রত্যাশা করেছেন।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। ঢাকা জেলার নদ-নদী ও খালসমূহের অবৈধ দখল ও দূষণ মুক্তকরণ এবং যথাযথ সংরক্ষণের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

তানভীর আহমদ বলেন, নদী প্রকৃতির জীবন্ত সত্ত্বা। একপাড় গড়বে, আরেকপাড় ভাঙবে। নদীকে দখল করতে দেওয়া যাবে না। শুধু দখল উচ্ছেদ করলেই হবে না, বরং দখল মুক্ত করার পর এটিকে সংরক্ষণ করতেও কাজ করতে হবে। নদ-নদী ও খাল রক্ষায় সবাইকে এক ছাতার নিচে এসে কাজ করতে হবে। সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, আমরা অনেকেই ইতালির ভেনিস দেখতে যাচ্ছি, অথচ আমাদের ঢাকা তো নদীর মধ্যে রয়েছে। ভেনিসের মতো আমাদের ঢাকা শহরকে গড়তে পারি, কিন্তু আমরা নদী নষ্ট করে দিচ্ছি। আমাদের সব কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের দেশ আমাদেরই সংরক্ষণ করতে হবে, যেন সুন্দর একটি দেশ রেখে যেতে পারি।

এদিকে, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও এ কার্যক্রমে সমর্থন জানান। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. বদরুদ্দোজা শুভ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলমসহ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, রাজউক, পরিবেশ অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশন, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: জলবায়ু অর্থায়নে আঞ্চলিক ন্যায্যতা বিবেচনায় আসেনি

এভাবে সম্মিলিত প্রচেষ্টায় নদ-নদী ও খালসমূহকে দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসন কাজ করে যাবে, আশা প্রকাশ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App