এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়ের। ছবি: সংগৃহীত
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন রবিবার (৬ অক্টোবর) এ আদেশ দেন।
দুদকের পরিদর্শক আমির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, দুদকের উপপরিচালক আনোয়ারুল হক তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, চাকরি প্রদানে ক্ষমতার অপব্যবহার, এবং কোটি কোটি টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে বাড়ি কেনাসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে।
দুদকের আবেদনে আরো বলা হয়েছে, তদন্তের স্বার্থে এই ব্যক্তিদের দেশত্যাগ বন্ধ রাখা জরুরি, কারণ তারা দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আরো পড়ুন: সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪'র উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
এছাড়া, এনএসআইয়ের সাবেক এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে পদ প্রদানে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে, যা তদন্তের আওতায় রয়েছে।