কত মাসের মধ্যে পুলিশের সংস্কার শেষ হবে, জানালেন কমিশনের চেয়ারম্যান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পিএম

পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন
আগামী ৩ মাসের মধ্যে পুলিশে সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন। রবিবার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সফর রাজ হোসেন বলেন, আমরা কাজ শুরু করেছি। গত কয়েকদিন ধরে নিজেরা অনানুষ্ঠানিক আলোচনা করেছি। আমি কীভাবে কি করব সেটা নিয়ে পরিকল্পনা করেছি। পুলিশের বিষয়ে প্রচুর পরিমাণে আইনের বই এবং নীতিমালা আমরা সংগ্রহ করেছি। আমাদের সঙ্গে আইন বিশেষজ্ঞও রয়েছেন। এখন আমরা সবাই বসে একটা কর্মপরিকল্পনা করব।
তিনি বলেন, যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে পুলিশ তাদের কর্মপরিকল্পনা করে আমরাও তেমন একটি সুপারিশ করব। যে যে ধারা পরিবর্তন বা সংশোধন লাগবে সেসব বিষয় নিয়ে সুপারিশ থাকবে। আমরা একটি ওয়েবসাইট করারও চিন্তাভাবনা করেছি। সময় আমাদের অল্প, মাত্র ৩ মাস। আশা করছি এই ৩ মাসের ভেতরে আমাদের কাজ শেষ হবে।
আরো পড়ুন: শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ রিমান্ডে
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ কমিটির যে যে সহযোগিতা প্রয়োজন হবে তার সবটাই আমরা করব।