×

জাতীয়

বসুন্ধরা চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম

বসুন্ধরা চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব জব্দ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। ছবি: সংগৃহীত

   

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাঁদের পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার (৬ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা পাঠানো হয়।

এ নির্দেশনার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন আহমেদ আকবর সোবহানের চার ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তাঁদের পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের প্রতিষ্ঠানের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। একই সঙ্গে তাঁদের কোনো লকার থাকলে তা ব্যবহারের ক্ষেত্রেও ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাঁদের ব্যাংক হিসাবের সকল দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী এবং চলমান ঋণের তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত আগস্ট মাসে সরকারবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আহমেদ আকবর সোবহান তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানালে বিষয়টি আলোচিত হয়। ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের চার দিন আগে বাংলাদেশ ব্যাংক বসুন্ধরা গ্রুপকে দুই বছর ঋণ পরিশোধ না করার সুবিধা দেয়। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকে তাঁদের ঋণের পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৮৫৯ কোটি টাকা। এর মধ্যে সরাসরি ঋণ ৩ হাজার ৮৪৪ কোটি টাকা।

এ ছাড়া বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির অনুমতি দেওয়ার বিষয়েও বসুন্ধরা গ্রুপের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে সমালোচনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির অনুমতি পেলে সাধারণ জনগণকে বেশি দামে তেল কিনতে হবে, যেমনটা বিদ্যুৎ খাতেও দেখা গেছে।

আরো পড়ুন: সাঈদী ও মামুনুলকে নির্যাতনের বর্ণনা দেয়ায় ইমাম বরখাস্ত

এদিকে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App