এএসপি কাফী কাণ্ডে বরখাস্ত পাসপোর্টের ডিএডি জাহাঙ্গীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:২৪ পিএম

ছবি: ভোরের কাগজ
আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়াতে লাশ পোড়ানোর দায়ে অভিযুক্ত পুলিশের এএসপি আব্দুল্লাহিল কাফীকে জাল তথ্যে পাসপোর্ট বানাতে সহযোগিতার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলম। সোমবার (৭ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) এ টি এম আবু আসাদ।
সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি। গত ১৫ আগস্ট বিভাগীয় পাসর্পোট ও ভিসা অফিস আগারগাঁয়ে আগের অফিসিয়াল পাসপোর্টের তথ্য গোপন করে ( যার নাম্বার বিজি০০১৭১৭২) জমা দিতে আসলে তার জমার সব প্রক্রিয়া শেষ করেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। কাফী নির্ধারিত ১০১ নাম্বার কক্ষে না গিয়ে তিনি সরাসরি উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ১০৩ নাম্বার রুমে আবেদনের হার্ডকপি জমা দেন। সেটি তিনি ই–পাসপোর্টের ইন্টারভিউ মডিউলে জমার অনুমোদন দেন। মূলত তার সহোযোগিতায় আব্দুল্লাহিল কাফী ওইদিন অতি জরুরী পাসপোর্টটি গ্রহণ করেন যার নাম্বার–(এ০৮৭৫৭০৪৬)।
আরো পড়ুন: বিডিআর বিদ্রোহ: বিডিআরের ৭ শতাধিক সদস্য কারাগারে কেন?
আব্দুল্লাহহিল কাফীর পাসপোর্ট ইস্যু সংক্রান্ত জালিয়াতিসহ অসংগতির বিষয় উল্লেখ করে এই পাসপোর্ট বাতিলসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পত্র পাঠালে প্রধান কার্যালয় আব্দুল্লাহহিল কাফীর পাসপোর্ট সিস্টেম থেকে টার্মিনেট করে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ পাসপোর্ট অর্ডার অনুযায়ী সেই পাসপোর্ট বাতিলের আদেশ জারি করা হয়, যার কপি সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সবার নিকট উক্ত পাসপোর্ট বাতিল আদেশ পাঠানো হয়।
এ পাসপোর্টটি ইস্যুর পর গত ৪ সেপ্টেম্বর ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিচালক ইসমাইল হোসেনের নজরে তিনি বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে জানালে তিনি গত ৬ অক্টোবর ডিএডি জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন। তবে ঘটনাটি তদন্তে এক সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্ব দেয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মাজহারুলকে।
উল্লেখ্য, একটি জাতীয় দৈনিকে ‘লাশ পোড়ানোর নির্দেশদাতা এএসপি আব্দুল্লাহিল কাফী পাসপোর্ট পান একদিনেই’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আর এর সহযোগী ধরা হয় উপপরিচালক ইসমাইল হোসেনকে। তবে প্রাথমিকভাবে অধিদপ্তরের কর্মকর্তারা কাফীর পাসপোর্ট পেতে উপপরিচালক ইসমাইল হোসেনের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এ টি এম আবু আসাদ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ও ইমিগ্রেশন) সেলিনা বানু, সিষ্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।