×

জাতীয়

বাজার শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫১ পিএম

বাজার শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

   

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই বাজারের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। বাজারে কোনো সিন্ডিকেট থাকলে, বাণিজ্য মন্ত্রণালয় তা ভেঙে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সরকার জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইন্সটিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন। তিনি জানান, এবার পূজায় পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, ফলে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তিনি জনগণকে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, প্রতিটি উৎসবের সময় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে কাজ শুরু করেছে এবং এবারও যথাযথভাবে দায়িত্ব পালন করবে। তবে নিরাপত্তার ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার, যাতে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ উৎসব উদযাপন করতে পারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে তিনি গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান। মব কালচার বন্ধে সচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

তিনি কৃষি খাতের গুরুত্ব উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যা স্বাধীনতার সময় ৭ কোটি থাকলেও এখন তা বেড়ে গেছে, কিন্তু আবাদযোগ্য জমি বাড়েনি। কৃষি গবেষণা ইন্সটিটিউট এই খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীজ, চারা, এবং নগদ সহায়তা দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন: সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ, যা বললেন পরিবেশ উপদেষ্টা

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারি মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আযাদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App