×

জাতীয়

সিআইডিকে তদন্তের নির্দেশ

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা

Icon

বাবুল আকতার, খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা

তাবাসসুম ঊর্মি

   

অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সঈদসহ সব শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলা (নং-সিআর-৯১৪/২৪) দায়ের করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টিও (রওশন) কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে খুলনা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো: আল আমিন মামলটি গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে র্নিদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী এস.এম মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী জাপা নেতা তার এজাহারে উল্লেখ করেন, বাদী গত ০৬ অক্টোবর রাত ৭টার সময় নিজ ফেসবুক খুলে দেখতে দেখতে পান তাবাসসুম উর্মি নামে ফেসবুক এ্যাকাউন্টে লিখেছেন "সাংবিধানিক ভিত্তিহীন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ‘রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে।’ রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। ‘এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়।’ তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে আমি কে রাজাকার, রাজাকার। আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিলো এটা এত অল্প সময়ে দিনের আলোর মত পরিস্কার করে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

আসামি ফেসবুক স্ট্যাটাসে অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, ফেসবুক মন্তব্যের মধ্যে ‘এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে’ বলে সরকারের প্রধান উপদেষ্টাকে আক্রমণ করেছেন। এবং ‘বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা সরকারের গণহত্যায় শহিদ আবু সাঈদসহ সব শহিদের নিয়ে বিরুপ মন্তব্য করেন এবং শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী, রাজাকার বলেছেন। তিনি একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকের মত সামাজিক যোগাযোগ গণমাধ্যমে পোষ্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন এতে কোন সন্দেহ নেই। আসামির এ ধরনের মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। বাদী উক্ত মন্তব্য করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন এবং সরকার প্রধানকে নিয়ে জনগণের মধ্যে ঘৃণাসহ বাজে মন্তব্য করে তা ফেসবুকের মাধ্যমে ছেড়ে দিয়ে সরকার প্রধানের মানসম্মান নষ্ট করেছেন। সরকার প্রধান ড. মুহম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ীসহ অন্যান্য প্রায় শতাধিক পুরস্কারে ভূষিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। 

বাদী আরো বলেন, আসামি ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে ১ হাজার কোটি টাকা সম্মান ক্ষুন্ন করেছেন। তিনি রাষ্ট্রদ্রোহিতা ও মানহানি করে ১২৪(ক) ও ৫০০ ধারায় অপরাধ করেছেন। বাদী আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুসহ দেশের আইনে র্সবোচ্চ শাস্তি ও ন্যায় বিচার দাবি করেছেন। বাদীর আইনজীবী এস.এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। আদালত ঘটনা তদন্ত করে সিআইডিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 

আরো পড়ুন: ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওএসডি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App