তাতীবাজারে ২ দুষ্কৃতকারী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১১:০৫ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজধানীর তাতীবাজার মন্দির থেকে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ। লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জসিম এসব তথ্য নিশ্চিত করেন।
ডিসি বলেন, প্রথমে তাদের দুষ্কৃতকারী হিসেবে আটক করা হয়। পরে আমাদের পুলিশের তিনজন সদস্য তাদের জিজ্ঞাসা করে তাদের কথাবার্তায় মনে হয়েছে তারা ছিনতাইকারী।
তিনি আরো জানান, তাতীবাজারের মন্দিরে চকলেট ও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়ে আমরা নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করি। পরে জানতে পারি ওই দুষ্কৃতকারীরা আটক হয়েছে। তবে বোমা বিস্ফোরণের এমন কোন ঘটনা ঘটেনি আর তাদের কাছে চকলেট বোমা অথবা ককটেল রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের কাগজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, আটক হওয়া ওই দুই দুষ্কৃতকারীদের মধ্যে একজনকে পূজা মণ্ডপ লক্ষ্য করে একটি ঢিল ছুঁড়ে মারতে দেখা যায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।