×

জাতীয়

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে: নাহিদ ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে: নাহিদ ইসলাম

ছবি: ভোরের কাগজ

   

বাংলাদেশের তরুণরা তাদের মনের কথা গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে তুলে ধরেছে, এবং এই কথাগুলোই এখন দেশের সংবিধান হয়ে উঠেছে, মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা নতুন সংবিধানের কথা বলছি, কিন্তু সংবিধান তো বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে।’

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরে গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানের আয়োজক ছিল প্রজন্ম শিল্প সাহিত্য ও সংস্কৃতি একাডেমি, যা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন, ‘দেশের জনগণ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতির মাধ্যমে তরুণরা দেয়ালে তুলে ধরেছে।’ তিনি উল্লেখ করেন, এই গ্রাফিতিগুলো দেশের অভ্যুত্থান ও জনগণের আন্দোলনের গৌরবময় ইতিহাসের সাক্ষী। ‘কারফিউ এবং অন্যান্য কারণে যখন মানুষ রাস্তায় নামতে পারছিল না, তখনই তারা গ্রাফিতির মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছে,’ বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘এই আন্দোলনকে শুধু ভাঙার আন্দোলন হিসেবে দেখলে চলবে না, এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ারও প্রতিজ্ঞা করেছি।’ তিনি বলেন, ‘আজকের প্রজন্ম, বিশেষ করে জেন-জি (Gen-Z), যাদের সবাই ভোগবাদী ও স্বার্থবাদী মনে করেছিল, তারাই আজ জীবন উৎসর্গ করে এই বিপ্লব ঘটিয়েছে, যা পৃথিবীতে একটি নতুন উদাহরণ তৈরি করেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি এ সরকারের বিরুদ্ধেও জনগণের অবস্থান নেয়ার সময় আসে, তা আমরা ভুলে যাব না।’

আরো পড়ুন: বেরোবিতে সম্মাননা প্রত্যাখ্যান করলেন উপদেষ্টা নাহিদ

গ্রাফিতি প্রদর্শনীতে ২৫ হাজারেরও বেশি গ্রাফিতি সংগ্রহ করা হয়। এটি প্রজন্ম শিল্প সাহিত্য ও সংস্কৃতি একাডেমির উদ্যোগে আয়োজিত হয় এবং এই প্রদর্শনীর মাধ্যমে দেশের জনগণের ভাবনা ও অভ্যুত্থানের চিত্র প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App