×

জাতীয়

তাঁতীবাজারে মণ্ডপে হামলা ও সাতক্ষীরায় মন্দিরে চুরি, যা বললো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম

তাঁতীবাজারে মণ্ডপে হামলা ও সাতক্ষীরায় মন্দিরে চুরি, যা বললো ভারত

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশে পূজামণ্ডপে হামলা, হিন্দু মন্দিরকে 'অপবিত্রকরণ' ও ক্ষয়ক্ষতির বিষয়ে শনিবার (১২ অক্টোবর) বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, রাজধানী ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে আরো জানানো হয়, এগুলো দুঃখজনক ঘটনা। তারা মন্দিরকে অপবিত্রকরণ ও ক্ষয়ক্ষতির একটি নিয়মতান্ত্রিক প্যাটার্ন অনুসরণ করছে, যা আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। এতে উল্লেখ করা হয়, আমরা বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুসহ সব সংখ্যালঘুর এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই, বিশেষ করে এই উৎসবের সময়।

তাঁতীবাজারে পূজামণ্ডপে এই পেট্রোল বোমাটি ছুড়ে মারা হয়েছিল। তবে সেটি বিস্ফোরণ হয়নি।

এর আগে সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রীর উপহার দেয়া স্বর্ণমুকুট চুরির ঘটনায় শুক্রবার তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের ভারতীয় হাইকমিশন। এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। 

ওই পোস্টে বলা হয়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেয়া হয়েছিল, সেটি চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য,  বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে যশোরেশ্বরী মন্দিরের স্বর্ণমুকুটটি চুরি হয়। এই ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছে। তবে পুলিশ এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি। চুরির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। 

দ্রুত মুকুট উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। কিন্তু চোর এখনো শনাক্ত নয়। পুলিশের দাবি, দুষ্কৃতীকে চিহ্নিত করা এবং মুকুট উদ্ধার, দুটি কাজই চলছে অত্যন্ত তৎপরতার সঙ্গে। তবে দুর্গাপুজোর মধ্যে এই ঘটনায় অসন্তোষ ছড়িয়েছে সেখানকার হিন্দু মহলে। 

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে এই  মুকুট উপহার দেয়া হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফর গিয়ে সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে যান। মন্দির পরিদর্শনের পর সোনার মুকুট উপহার হিসেবে তিনি মন্দিরের অধিষ্ঠিত দেবী কালীর মাথায় পরিয়ে দিয়েছিলেন। 

এদিকে, শুক্রবার রাতে তাঁতীবাজার পূজা মণ্ডপ এলাকায় ছিনতাইকারীরা পেট্রোল বোমাসদৃশ একটি বোতল ছোড়ে। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি। এসময় তাদের বাধা দিলে পাঁচজনকে ছুরিকাঘাত করে। মন্দিরের লোকজন তিনজনকে আটক করে পুলিশে দেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App