এনআইডি সংশোধন
আবেদন ৪ লাখ ৯ হাজার ৭৯৬, নিষ্পন্ন ২ লাখ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) উপ-পরিচালক এনআইডি অনুবিভাগ (গবেষনা ও উন্নয়ন) মাহবুবা মমতা হেনা জানিয়েছেন, সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলার ইসির অফিসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন রয়েছে মোট ৪ লাখ ৯ হাজার ৭৯৬টি। মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি উপ-পরিচালক জানান, ইসিতে গত ৫ জুন প্রক্রিয়াধীন (অনিষ্পন্ন) আবেদনের সংখ্যা ছিল ৬ লাখ ৩ হাজার ৬৪ টি। যা আজ (১৫ অক্টোবর) পর্যন্ত দাড়িয়েছে ৪ লাখ ৯ হাজার ৭৯৬টি। গত ৫ জুন থেকে ইসি সচিব শফিউল আজিমের নির্দেশনায় সারা দেশে এনআইডি আবেদন দ্রুত নিষ্পন্ন করা হচ্ছে বলে জানান তিনি। অর্থাৎ এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ২৬৮টি আবেদন নিষ্পন্ন করা সম্ভব হয়েছে।
আরো পড়ুন: ইলিশের দাম বেড়েছে ৩ গুণের বেশি
মাহবুবা মমতা হেনার দেয়া তথ্য মতে গত ৫ জুন পর্যন্ত ‘ক’ ক্যাটাগরির আবেদনের সংখ্যা ছিল ৪০ হাজার ৭২৮টি, যা নেমে এসেছে ৯ হাজার ৩০৮টিতে। ক-১ ক্যাটাগরির ৫ জুন আবেদনের সংখ্যা ছিল ৩৮৯টি, আজ পর্যন্ত তা বেড়ে দাড়িয়েছে ৮২৫টিতে। খ ক্যাটাগরির আবেদন গত ৫ জুন পর্যন্ত ছিল ১ লাখ ৩ হাজার ৪১২টিতে, যা আজ পর্যন্ত এসে দাড়িয়েছে ৫৮ হাজার ৯৪৭ টিতে। খ-১ ক্যাটাগরির আবেদন ৫ জুন ছিল ৬৩২টি, যা আজ মঙ্গলবার পর্যন্ত বেড়ে হয়েছে ৬ হাজার ২৮০টি। গ ক্যাটাগরির আবেদন ছিল ১ লাখ ৬৮ হাজার ২৭টি, আজ মঙ্গলবার পর্যন্ত বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬২৬টিতে। গ-১ ক্যাটাগরির আবেদন তখন ছিল ২৮১টি, গতকাল পর্যন্ত তা বেড়ে দাড়িয়েছে ৮৬০ টিতে। ঘ ক্যাটাগরির আবেদন ৫ জুন ছিল ৪ হাজার ৮১৮ টি, যা আজ পর্যন্ত বেড়ে হয়েছে ৯ হাজার ৯৩৯টিতে। ক্যাটাগরি পেণ্ডিং অবস্থায় থাকা আবেদন গত ৫ জুন ছিল ৪৫ হাজার ৮৭৪ টি যা আজ পর্যন্ত কমে দাড়িয়েছে ২৯ হাজার ৯৩৯টিতে।
আবার সেন্ট টু ব্যাক সিটিজেন আবেদন ছিল ৯৮ হাজার ৪৫৮টি, যা আজ মঙ্গলবার পর্যন্ত এসে দাড়িয়েছে ২৪ হাজার ৭৭০টি। তদন্ত প্রয়োজন এই বিষয়ক আবেদনের সংখ্যা গত ৫ জুন ছিল ৭৫ হাজার ৭৮১টি, যা আজ পর্যন্ত এসে দাড়িয়েছে ৬৫ হাজার ৩৯৮ টি। সাক্ষাৎকার প্রয়োজন বিষয়ক আবেদন ছিল ২৫ হাজার ৪৮৪টি, যা নেমে মঙ্গলবার পর্যন্ত হয়েছে ১২ হাজার ৬৭১টি। ডকুমেন্ট প্রয়োজন বিষয়ক আবেদন ছিল ৩৯ হাজার ১৮০টি, যা আজ পর্যন্ত নেমে এসেছে ২৭ হাজার ২৩৪টিতে।
মাহবুবা মমতা হেনা আরো জানান, গত ৫ জুন মোট অনিষ্পন্ন আবেদন ছিল ৬ লাখ ৩ হাজার ৬৪টি, এখন আছে ৪ লাখ ৯ হাজার ৭৯৬টি। অর্থাৎ গত ৫ জুনের পর আজ ১৫ অক্টোবর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ২৬৮টি আবেদন।