×

জাতীয়

দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পিএম

দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ

ছবি: সংগৃহীত

   

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস আহমেদ গোর্কি। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত একটি আদেশের মাধ্যমে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

দুদকের দায়ের করা মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য রাষ্ট্রপক্ষের পিপি আদালতে আবেদন জমা দেন, যা আদালত মঞ্জুর করেন। আদালতের আদেশে উল্লেখ করা হয় যে, ক্রিমিনাল প্রসিডিউর কোড ১৮৯৮ এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮ এর ১০(৪) ধারা অনুযায়ী আনিস আহমেদের বিরুদ্ধে প্রসিকিউশন প্রত্যাহার করা হয়েছে। একই আদেশে দুদকের দায়ের করা দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া মামলার জব্দকৃত আলামত ফেরত প্রদানের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে আনিস আহমেদের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। আনিস আহমেদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী এবং নিয়মিত করদাতা হিসেবে পরিচিত। তিনি দাতব্য কর্মকাণ্ডেও ব্যাপকভাবে যুক্ত, এবং তার প্রতিষ্ঠিত ‘সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন’ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নের নানা উদ্যোগে অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি এই ফাউন্ডেশন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ২১০ জন শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে।

আরো পড়ুন: মার্কিন প্রতিনিধিদলকে ড. ইউনূস, আপনারা সঠিক সময়ে এদেশে এসেছেন

আনিস আহমেদের এই মামলায় অব্যাহতি পাওয়ার খবর ব্যবসায়ী মহলে আলোচনার সৃষ্টি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App