হাইকোর্টের প্রবেশপথে নিরাপত্তা জোরদার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকেই হাইকোর্টের বিভিন্ন প্রবেশপথে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় হাইকোর্টের বিভিন্ন প্রবেশমুখে, যাতে কোনো ধরনের অরাজকতা এড়ানো যায়।
এদিকে, সুপ্রিম কোর্টে দলবাজি ও দুর্নীতি অভিযোগে বিচারকদের পদত্যাগের দাবিতে সাধারণ আইনজীবীদের ব্যানারে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে। আজও আইনজীবী সমিতি ভবনের সামনে স্লোগান ও বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম বুধবার বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তারা লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’
আরো পড়ুন: ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা
এর আগে গত ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই হাইকোর্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। তাদের দাবির প্রেক্ষাপটে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।