২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে আগামী বছর ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির (শুক্রবার ৫টি ও শনিবার ৪টি) মধ্যে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন করা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুমোদিত ছুটির তালিকায় দেখা গেছে, ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪ দিন বেশি। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন এবং ঈদুল ফিতরের ছুটি ৫ দিন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে একটি করে দিন সাধারণ ছুটি থাকবে, আর বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। শারদীয় দুর্গাপূজায়ও ২ দিন ছুটি থাকবে—বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
তালিকায় আরো উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ধর্মীয় উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।
আরো পড়ুন: নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপির বিরুদ্ধে প্রতারণার মামলা
পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের সামাজিক উৎসব উদযাপনের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে একটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
২০২৪ সালে মোট ২২ দিন ছুটি ছিল, যা ২০২৫ সালে বেড়ে ২৬ দিনে উন্নীত হয়েছে।