×

জাতীয়

১৭ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৪৬ পিএম

১৭ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

   

ডিমের আমদানি শুল্ক কমিয়ে প্রতি ডজন দাম কমবে ১৩ টাকা ৮০ পয়সা

দেশের ডিমের বাজারে সহনীয় মূল্য নিশ্চিত করতে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়, যার ফলে প্রতি ডজন ডিমের দাম কমবে ১৩ টাকা ৮০ পয়সা। এই শুল্ক ছাড় ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বর্তমানে ডিমের বাজারে দাম বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকা প্রতি ডজন, যা সাধারণ ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ। সরকার ৭টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৫০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে, যা বাজারে স্থিতিশীলতা আনার আশা তৈরি করেছে।

৮০ অতিরিক্ত ডিআইজি কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের ৮০ জন অতিরিক্ত ডিআইজি কর্মকর্তার বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বদলির ঘোষণা দেয়। এর মধ্যে ৪৮ জনকে এক প্রজ্ঞাপনে এবং ৩২ জনকে অন্য প্রজ্ঞাপনে পদায়ন করা হয়। এসব কর্মকর্তার মধ্যে ৫২ জন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন, যারা আগে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইতালি বাংলাদেশের ওয়ার্ক পারমিট বৈধতা স্থগিত করেছে

ইতালি সরকার বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিটের বৈধতা স্থগিত করেছে। নতুন আইনের অধীনে ১১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ভুয়া কাগজপত্রের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, ইতালি কর্তৃপক্ষ স্পোর্টেলো ইউনিকো (এসইউআই) যাচাইকরণের পরই ওয়ার্ক ভিসা ইস্যু করবে। আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া হবে ২০ অক্টোবর থেকে। ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।

শেখ হাসিনা ভারতে আছেন: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প সময়ের নোটিশে ভারত এসেছেন এবং তিনি সেখানে রয়েছেন। ১৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তবে ভারতের সরকার তার অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেনি। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন, তা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ফৌজদারি মামলায় ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

ফৌজদারি মামলায় ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৫ ও ১৬ অক্টোবরের স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেপ্তারি তালিকায় আছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহ্, হাসান আরাফাত, জুয়েল রানা, ও রফিকুল ইসলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রেপ্তারের পর দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই পদক্ষেপ উচ্চপর্যায়ের তদন্তের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

আইএমএফের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিশ্বব্যাংক ও আইএমএফের ২০২৪ সালের বার্ষিক সভায় অংশ নিতে ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ২১ থেকে ২৬ অক্টোবর বৈঠক চলবে, এরপর ২৭ থেকে ৩১ অক্টোবর ব্যক্তিগত কারণে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। বৈঠক শেষে ৩ নভেম্বর ঢাকায় ফিরবেন। তাঁর অনুপস্থিতিতে ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন।

‘হিট অফিসার’ মেয়েকে ৮ লাখ টাকা বেতন দিতেন আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম অভিযোগের মুখে পড়েছেন যে, তিনি নিয়মবহির্ভূতভাবে তার মেয়ে বুশরা আফরিনকে 'চীফ হিট অফিসার' হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাকে ৮ লাখ টাকা বেতন দিতেন। অভিযোগ উঠে যে, তিনি বিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে মেয়েকে নিয়োগ দেন এবং ঢাকার রাস্তায় পানি ছিটানোর মাধ্যমে 'হিট কমানোর' কাজ দাবি করেন। সাবেক মেয়রকে ১৬ অক্টোবর গ্রেপ্তার করা হয় এবং আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গাজায় ইসরায়েলি অভিযানে কি হামাস নেতা সিনওয়ার নিহত? রহস্য ঘনীভূত!

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার নিহত হয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনারা একটি মৃতদেহ খুঁজে পায়, যা সিনওয়ারের মতো দেখতে ছিল। তবে মৃতদেহটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চলছে। ২০১৭ সাল থেকে হামাসের গাজা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সিনওয়ারের মৃত্যু নিয়ে তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

কুমিল্লায় ২ কোটি টাকার মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ থেকে ২ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বিশেষ অভিযানে ৫৭০ পিস মোবাইল ফোন উদ্ধার করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ভর্তি কার্টন ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফোনগুলো কাস্টমসের মাধ্যমে নিলামে তোলা হবে।

আরো পড়ুন: ডিমের বাজারে বড় সুখবর, জানুন নতুন সিদ্ধান্ত

বিদায়ী টেস্ট খেলতে দেশে আসবেন না সাকিব

সাকিব আল হাসান নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশের বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন না। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ অক্টোবর খেলার কথা থাকলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সাকিবকে দেশে না আসার পরামর্শ দিয়েছেন। মিরপুরে সাকিব বিরোধী প্রতিবাদ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সাকিবের ফ্লাইট বাতিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App