ডেঙ্গু কেড়ে নিলো আরো ৪ প্রাণ, শনাক্ত ১১২১

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২১ জন। শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৬ জন, চট্টগ্রামে ১৪৯ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ১৮৪ জন এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যথাক্রমে ২৭০ ও ১৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১১২ জন, রাজশাহীতে ৪৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারাদেশে ৯৭২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৩৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৫৮২ জন। আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জনে।
আরো পড়ুন: ৩ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। ২০২৩ সালে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এসময় কমপক্ষে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।