জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা নিয়ে স্ট্যাটাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর, যা লিখলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম

ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।
আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক এই মন্ত্রী পোস্টে লেখেন, ‘#মিথ্যা মামলার সমালোচনা করায়, ছাত্র আন্দোলনের পক্ষে থাকা একজন সিনিয়র আইনজীবী-বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হলো মিথ্যা #মামলা!’
এ বিষয়ে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘সবাই #অবৈধ সরকারের #স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করুন।’
আরো পড়ুন: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস গ্রেপ্তার
জেড আই পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।
মামলার এজাহারে বলা হয়, আহাদুলসহ অন্যরা মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করছিলেন। তখন নাম না জানা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। এ সময় আহাদুল গুলিবিদ্ধ হন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে থাকা আসামিরা তাকে মারধরও করে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে। তার বিরুদ্ধে ইতোমধ্যে অর্ধশতাধিক মামলাও হয়েছে। বর্তমানে তিনি কলকাতায় আছে বলে জানা যায়।