×

জাতীয়

‘ভুলে’ আসামি জেড আই খান পান্না, মামলা থেকে নাম বাদ দিতে বাদীর আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম

‘ভুলে’ আসামি জেড আই খান পান্না, মামলা থেকে নাম বাদ দিতে বাদীর আবেদন

জেড আই খান পান্না

   

হত্যাচেষ্টা মামলায় 'ভুলবশত' আসামি করায় এজাহার থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দেয়ার আবেদন করেছেন মামলার বাদী মো. বাকের। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন। এই খিলগাঁও থানাতেই জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে নিজের ছেলে আহাদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন মো. বাকের।

জেড আই খান পান্নার বিরুদ্ধে করা মামলায় গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার। সুপ্রিম কোর্টের এই প্রথিতযশা আইনজীবী ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে মামলার পর দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। আজ সেই হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেয়েছেন জেড আই খান পান্না। ’

জেড আই খান পান্না মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী নানা আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো বন্ধ করার আদেশ চেয়ে গত ২৯ জুলাই আইনজীবীদের একটি দল হাইকোর্টে আবেদন করে। ওই আবেদনের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন জেড আই খান পান্না। শিক্ষার্থীদের ওপর আক্রমণের সুষ্ঠু তদন্তের জন্য ২৯ জুলাই নাগরিক উদ্যোগে গঠিত জাতীয় গণতদন্ত কমিশনের সদস্যও ছিলেন তিনি।

 জেড আই খান পান্নাসহ ১৮০ আসামির বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়,  গত ১৯ জুলাই বাদীর ছেলে আহাদুল ইসলাম জুমার নামাজ শেষে মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগদান করেন। এসময় নাম জানা যায়নি এমন বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়।

বিকাল সাড়ে চারটার দিকে, অসংখ্য ছাত্র জনতার সঙ্গে আহাদুলও বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ উঠেছে। এজাহারে বলা হয়েছে, নিরাপত্তার কথা চিন্তা করে আহাদুলকে পরে নিজ এলাকার মেহেদীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়, যেখানে তিনি ১৪ দিন চিকিৎসা নেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App