সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কারাগারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত
তিন দিনের রিমান্ড শেষে কারাগারে নেয়া হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যা মামলায় ঢাকা-১৫ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে ইকরাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত সমাপ্ত না হওয়ার পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীদ মোর্শেদ হোসেন শাহীন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিন আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালত চিকিৎসা ও ডিভিশনসহ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে বনানীর নিজ বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি। একাদশ সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।