শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল : এনডিএম মহাসচিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০১:২৬ পিএম

ছবি: ভোরের কাগজ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, ‘পলায়নকারী খুনি হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তার কাছে নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন, তা স্ববিরোধী ও পাগলের প্রলাপ৷ সংসদ ভেঙে দেয়ার পর প্রধানমন্ত্রী আর পদে থাকেন না৷ চুপ্পু সাহেবকে বলব, পদত্যাগের কাগজ খোঁজার কোনো দরকার নেই। কারণ শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল।’
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাষ্ট্র সংস্কারে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোমিনুল আমিন বলেন, ‘বাংলাদেশের কোথাও আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বা তাদের দোসরদের মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না৷ সংস্কারের প্রথম শর্তই এটা। রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা ও রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জনগণের মধ্যে গড়ে ওঠা আবহমানকালের ধারণায় পরিবর্তন আনতে হবে।’
জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় এনডিএম মহাসচিব বলেন, ‘আমরা শুরু থেকেই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে এসেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার লক্ষ্যে অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সরাসরি রাষ্ট্রপতির অধীনে আনতে হবে৷ তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কিছু ক্ষমতা প্রদান করতে হবে৷ তবে আওয়ামী ফ্যাসিবাদের ক্রীড়নক চুপ্পু সাহেবের মতো রাষ্ট্রপতি আমরা আর দেখতে চাই না।’
তিনি বলেন, ‘বিপ্লব কখনো সংবিধান মেনে বা নিয়ম অনুসরণ করে হয় না৷ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করতে রাষ্ট্রের সব সিদ্ধান্তে তারুণ্যের মতামত ও অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে।’
ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ইয়ামিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নুর উল্লাহ, ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী চৌধুরী রাকিব, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক ডা. মাহিদুল ইসলাম জিহাদ ও সদস্য সচিব মো. জাহিদ মামুন।