×

জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ ও সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগ ও সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব

ছবি: ভোরের কাগজ

   

সম্প্রতি একটি পত্রিকায় শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সেই সঙ্গে রাষ্ট্রপতিকে জনগণের কাছে পদত্যাগের আহ্বান জানিয়ে সর্বদলীয় ছায়া সরকার গঠন করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন করার প্রস্তাব দিয়েছে তারা।

বুধবার (২৩ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম ও সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণহত্যাকারী আওয়ামী সরকারের পতন নিশ্চিত হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের মধ্য দিয়ে জনগণের যে রক্তক্ষয়ী বিজয়কে অর্জিত হয়েছে, তাকে প্রশ্নবিদ্ধ করতে স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয় রয়েছে। 

তারা বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিভ্রান্তিকর বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে যে, তিনি পতিত স্বৈরাচারের একজন অন্যতম দোসর এবং গণআকাঙ্ক্ষার চূড়ান্ত বিজয় রুখতে তৎপর। রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার কোনো স্তরেই থাকবার যোগ্যতা তার নেই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উপস্থিতিতে গণঅভ্যুত্থানকারী জনতার কাছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে।

ছাত্র নেতারা বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সেই শূন্যতাকে স্বৈরাচারের দোসররা যেন কাজে লাগাতে না পারে, তা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ কর্মপন্থায় পৌঁছাতে হবে। সর্বোপরি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া জারি রাখতে হবে। সেই লক্ষ্যেই অন্তবর্তীকালীন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বদলীয় ছায়া সরকার গঠনের প্রস্তাব করছে।

তারা বলেন, ছাত্র ইউনিয়ন মনে করে; রূপান্তরের রূপরেখা আমলে না নেয়া এবং অন্তভুর্ক্তিমূলক সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় না হাঁটার ফলেই অন্তবর্তীকালীন সরকার একের পর এক সঙ্কটের মুখে পড়ছে। এমতাবস্থায় আমরা মনে করি, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সমন্বয়ে সর্বদলীয় শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠন করা জরুরি। 

ছাত্র নেতারা বলেন, সেই সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্নকরণ ও ফ্যাসিবাদের সব এ্যাপারেটাস নিষ্ক্রিয়করণের কাজে ভূমিকা রাখবে। পাশাপাশি তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কর্মপদ্ধতির জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব গণতান্ত্রিক হয় এবং এই গণঅভ্যুত্থানের প্রকৃত দাবি ‘বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা যায়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, পতিত স্বৈরাচারের রেখে যাওয়া দোসর ও ফ্যাসিবাদী কাঠামোর পুরোপুরি বিলোপ ছাড়া রিপাবলিককে প্রোক্লেইম করা সম্ভব নয়। ‘প্রক্লেমশন অব দ্য রিপাবলিক’ সংঘটিত করতে গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জাতীয় ঐক্য এবং অন্তর্বর্তী ও ছায়া সরকারের দ্বান্দিক চর্চার কোনো বিকল্প নেই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App