×

জাতীয়

যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত তাদের একটাই পরিচয় তারা ফ্যাসিস্ট: তথ্য উপদেষ্টা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পিএম

যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত তাদের একটাই পরিচয় তারা ফ্যাসিস্ট: তথ্য উপদেষ্টা

যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত তাদের একটাই পরিচয় তারা ফ্যাসিস্ট। ছবি: ভোরের কাগজ

   

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল তাদের একটাই পরিচয় সে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী, প্রফেশনাল পরিচয় এখানে মূখ্য নয় এখানে শিক্ষক, লেখক, সাংস্কৃতিক ব্যাক্তি যে-ই হোক না কেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে ‘গণঅভ্যুত্থানের সরকার: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। 

তথ্য উপদেষ্টা আরো বলেন, আমাদের একটা জায়গা ক্লিয়ার থাকতে হবে যে এখন অনেকেই প্রফেশনাল জায়গাটা সামনে নিয়ে আসছেন যে, অনেককে গ্রেপ্তার করা হচ্ছে যেমন শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে যে, যে ফ্যাসিবাদী রাজনীতির অংশীদার ছিল, সুবিধাভোগী ছিল, যুক্ত ছিল তার একটাই পরিচয় সে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। সে কবি, সাংবাদিক, শিক্ষক সেইটা আসলে আমাদের বিবেচনার বিষয় নয়। 

তিনি আরো বলেন, আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের পক্ষের শিক্ষকরা ছিলেন, তেমনিভাবে একটা বড় অংশের শিক্ষক তো আমাদের বিপক্ষে ছিলেন। যারা নিপীড়নের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তাদেরকে আপনি শিক্ষক হিসেবে দেখবেন নাকি ফ্যাসিস্ট কাঠামোর অংশ হিসেবে দেখবেন?? উপস্থিত জনতা চিৎকার করে বলেন, ‘ফ্যাসিস্ট’। 

তিনি জবাবে বলেন, এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে কেন বলা হবে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে? ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।  

আরো পড়ুন: ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই রাষ্ট্রপতি ও সংবিধান অকার্যকর হয়ে গেছে। তখন রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রয়োজনে আমরা এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছি, তার অধীনে দায়িত্ব গ্রহণ করেছি। প্রয়োজন হলে আমরা তা নতুন করে ভাবছি।  

তিনি আরো বলেন, ১/১১’র পর থেকে আওয়ামী লীগের বিরাজনীতির সূত্রপাত হয়। তারা আওয়ামী লীগকে বসিয়ে দেয়। এরপর একের পর এক অবৈধ ভোট, মানবাধিকার লঙ্ঘন, আন্দোলনে দমন-পীড়নের ফলে ১৬ বছরের লড়াই সংগ্রাম অভ্যুত্থানে চূড়ান্ত রূপ লাভ করেছে। রাজাকার বলায় শিক্ষার্থীদের মর্যাদায় লেগেছে। এটা আমাদের একটা মর্যাদার লড়াই। ফ্যাসিবাদী ব্যবস্থায় মানবাধিকার, আইন-আদালত, গণমাধ্যম কারো কাছেই মানুষের নিরাপত্তা ছিল না। রাস্তায় নামা ছাড়া তাদের আর কোন উপায় ছিল না। শেখ হাসিনা তো নিয়ম অনুযায়ী পদত্যাগ করেননি, তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ৭২ এর সংবিধান একটা বাকশালী বন্দোবস্ত। এখানে কিছু মৌলিক সংস্কার আমাদের করতে হবে। 

প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন, একটি গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে ব্যাপক। কিন্তু সব চাহিদা পূরণ করাও সম্ভব নয়। আমাদের প্রত্যাশা যে রয়েছে সেখানে ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে এখন রাষ্ট্রীয় প্রত্যাশা বেশি প্রয়োজন। এছাড়া, দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে যে সিন্ডিকেটের ইস্যু রয়েছে সেটি নিয়ে কাজ চলছে।

আলোচনায় আরো বক্তব্য রাখেন- নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। আলোচনার সঞ্চালনায় ছিলেন মুশফিক উস সালেহীন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App