×

জাতীয়

আলোচিত মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া মোশাররফ ও খসরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম

আলোচিত মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া মোশাররফ ও খসরু

বেগম খালেদা জিয়া-ড. খন্দকার মোশাররফ হোসেন-আমির খসরু মাহমুদ চৌধুরী

   

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এই রায় দেন। খালেদা জিয়া, মোশাররফ ও আমির খসরু মামলার দায় থেকে অব্যাহতি পেলেও মামলার বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 

খালেদা জিয়াসহ তিনজনের অব্যাহতি : মামলার অভিযোগ গঠনের শুনানিতে খালেদা জিয়া, মোশাররফ এবং আমির খসরুর পক্ষে তাদের আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মন্ত্রী পরিষদের সদস্যদের আসামি করা হয়েছিল। তারা আরো যুক্তি দেন যে, মামলায় কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু ছিল না। এছাড়া মামলার দীর্ঘ সময়ে অভিযোগ গঠন না করায় এটি স্পষ্ট হয় যে, মামলাটি তৎকালীন রাজনৈতিক পরিবেশে একটি রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছিল।

মামলার ইতিহাস : ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এই মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন উপপরিচালক। মামলায় তৎকালীন চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ১৩ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরদিনই খালেদা জিয়া ও তার ছেলে কোকোকে গ্রেপ্তার করা হয়। এরপর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে।

পরের বছর, ২০০৮ সালের ১৩ মে, খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। মামলার মোট ২৪ জন আসামির মধ্যে কয়েকজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানসহ আটজন মারা গেছেন। জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় তাকেও মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App