বেরোবিতে সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ

আজিজুর রহমান, বেরোবি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সংবাদ সম্মেলনে কথা বলেন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা।
সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সংবাদসম্মেলনে এ ঘোষণা দেন৷
ক্যাম্পাসে ছাত্ররাজনীতিসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ পক্ষে সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষরকার দেয়। শিক্ষার্থীদের দাবির পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে।
এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের গেজেট আকারে চার এর ঘ অনুয়ায়ী কোন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারবে না। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, হল বাণিজ্য, হল দখন টেন্ডারবাজি সকল প্রকার লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি বন্ধ থাকবে।