সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৪১৮ জনের নামে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পিএম

সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গত
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে কলেজের এক ছাত্র গুরুতর আহত হওয়ার
ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৪১৮ জনের বিরুদ্ধে মামলা
দায়ের করা হয়েছে। মামলাটি শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর
থানায় দায়ের করেন মহানগরীর দক্ষিণ পানিশাইল এলাকার বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী
ও আহতের মা পারুল আক্তার।
মামলায়
উল্লেখ করা হয়েছে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, কাশিমপুর
থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলাসহ
৪১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত
করা হয়েছে।
বাদী
পারুল আক্তার মামলায় জানান, তার ছেলে রাকিবুল ইসলাম রাজু (১৫) কাশিমপুর থানাধীন হাতিমারা
স্কুল অ্যান্ড কলেজে পড়াশুনা করে। গত ৫ আগস্ট সকালে আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে
বের হয়। সকাল সাড়ে ১১টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ডের সামনে অবস্থান
নিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় ১-১৫ নম্বর আসামিদের নির্দেশে কিছু যুবক অস্ত্রশস্ত্র
নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে, হামলাকারীদের গুলিতে রাজুর মাথার ডান
পাশে আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। পরে ছাত্রজনতা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা
মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তার মাথা থেকে একটি
গুলি বের করেন।
কাশিমপুর
থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া
শুরু হয়েছে।