কলকাতায় দেখা মিলল সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার ফারুকের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।
সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। কয়েক দিন আগে তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় বিমানবন্দরে আটকে দেয়ার খবর প্রকাশ করে গণমাধ্যম। পুলিশের সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এছাড়া কলকাতারই আরেকটি শপিংমলে দেখা গেছে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। সেই সঙ্গে পতন ঘটে তার সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদের কর্মকর্তাসহ গা-ঢাকা দেন বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে কয়েকজন দেশত্যাগ করে পাড়ি জমান অন্য দেশে।