×

জাতীয়

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে স্ট্যাটাস মিশা সওদাগরের, যা লিখলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে স্ট্যাটাস মিশা সওদাগরের, যা লিখলেন

ছবি: সংগৃহীত

   

তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ দেশে ফিরেছেন। শুক্রবার (১ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানানো হয়। ইতোমধ্যে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের নাগরিক।

সেই তালিকায় রয়েছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরও। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাফেজ মুয়াজ মাহমুদকে নিয়ে এক পোস্ট করেছেন। যেখানে তার ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত এবং রাশি রাশি ফুলের শুভেচ্ছা। যারা কুরআন বুকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন, তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান।

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন তিনি।


গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্ব হয়। সেখানে দেশের শত শত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুয়াজ মাহমুদ।  তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তিনি।

এছাড়া চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে প্রথম হয় বাংলাদেশ। সেসময় ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুয়াজ মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App