×

জাতীয়

সাবেক দুই এমপিসহ ১৪২ জনের নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

সাবেক দুই এমপিসহ ১৪২ জনের নামে মামলা

ছবি : সংগৃহীত

   

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী মঞ্জিল মোল্লা (৫৩) আহত হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৪২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি শুক্রবার এফআইআর করা হয়েছে, তবে এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর আহত মঞ্জিল মোল্লা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেন। মঞ্জিল মোল্লা উত্তর ইসলামপুর এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে এবং পেশায় দিনমজুর, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় তিনটি হত্যা, দুটি হত্যাচেষ্টাসহ মোট ৫টি মামলা হয়েছে।

নতুন এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ ও তার ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান ওরফে রিয়াদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, সোনারং টংগিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ খান, গজারিয়া উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল প্রমুখ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে উত্তর ইসলামপুরের বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন। ওইদিন সকালে ছাত্র-জনতা শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হলে মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য অস্ত্র-ককটেল নিয়ে শহরে প্রবেশ করেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২-৩ হাজার দলীয় নেতাকর্মী ও অনুসারীরা পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের পেটাতে শুরু করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার সড়ক দিয়ে সুপারমার্কেট এলাকায় আসতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাগরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও ছররা গুলি ছুঁড়ে পুলিশ। গুলিতে উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ মারা যান এবং দেড় শতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় আহত মঞ্জিল মোল্লার পেটে, পিঠে ও হাতে তিনটি গুলি লাগে। ঘটনার পর থেকে আড়াই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি এবং এখনো তার চিকিৎসা চলছে। তার খাদ্যনালি ঝাঁজরা হয়ে গেছে এবং স্বাভাবিক পায়খানার রাস্তা বন্ধ হয়ে গেছে। বর্তমানে তার দিন কাটছে নিদারুণ কষ্টে। অর্থ সংকটে বন্ধ পরবর্তী চিকিৎসার জন্য মঞ্জিলের পরিবারের দাবি, সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হোক। 

মঞ্জিলের বড় মেয়ে রুপা আক্তার বলেন, আমার বাবার পরবর্তী অপারেশনের জন্য ২-৩ লাখ টাকা প্রয়োজন। 

স্থানীয় ফয়সাল হোসেন বলেন, এমন একটা ব্যবস্থা হোক যাতে উনার পরিবারটা চলতে পারে এবং সরকার যেন পুরো চিকিৎসা ব্যয় বহন করে।

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম বলেন, আহত মঞ্জিলের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। সরকার থেকে সহায়তা পাওয়া যাবে আশা করছি। 

মামলার বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App