১ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

ছবি: সংগৃহীত
শেখ হাসিনার সঙ্গে নতুন পিপির ছবি নিয়ে সমালোচনার ঝড়
কুমিল্লার নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী কাইমুল হক রিংকু। মঙ্গলবার (২৯ অক্টোবর) নিয়োগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা কুমিল্লার আদালতপাড়ায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি: সভা, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ
রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শেখ পরিবারের সদস্যদের রাজনীতিতে ফেরা নিয়ে যা জানালেন তাজকন্যা
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। তিনি বা তার পরিবারের কারো আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তাজকন্যা।
শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৩ মামলা
পাঁচ বছর আগে সৈয়দ হাসান মাহমুদ নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শাহজাহানপুর থানায় বুধবার এই মামলা করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে জাতীয় পার্টির নেতা মসিউর রহমান রাঙ্গা এক ভাষণে ’৯০–এর গণ–অভ্যুত্থানের শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে হাসান মাহমুদ এই মামলা করেন।
বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য ট্রাম্পের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে বর্তমান সময়ে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
সেনা, র্যাব, শিক্ষার্থী ও পুলিশ পরিচয়ে বেড়েছে ডাকাতি: নেপথ্যে যত কারণ
পুলিশের নিষ্ক্রিয়তার কারণে ডাকাতি বেড়ে গেছে। এমনটাই অভিযোগ রাজধানীর বাসিন্দাদের। শুধু বাড়িতে নয়, রাস্তায়ও বেড়েছে ডাকাতি। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি বাড়িতে লাঠি সংগ্রহে রাখতে বলেছে ধানমন্ডি সোসাইটি। ঢাকাসহ সারাদেশেই হঠাৎ করেই চুরি, ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ায় নাকাল অবস্থা দেশের সাধারণ মানুষের। এসব অপরাধ হচ্ছেও নানা অভিনব পদ্ধতিতে। শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকছে ডাকাত দল।
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম অ্যাসেম্বল স্টিক
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) অ্যাসেম্বলি স্টিক বা তেজস্ক্রিয় জ্বালানির একটি রিজেক্টেড স্টিকের রিপ্লেসমেন্ট পৌঁছেছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে সেটি গ্রহণ করা হয়।
‘একতরফা’ চুক্তির সুযোগ নিচ্ছে আদানি, কয়লার বাড়তি দাম ধরে বিদ্যুৎ বিল
ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি নিয়ে জটিলতা কাটছে না। গত জুলাই থেকে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার বাড়তি দাম ধরে বিদ্যুৎ বিল করছে আদানি। বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে চাপও দিচ্ছে।
সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।