গৌরনদীতে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

ছবি: ভোরের কাগজ
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগান গানকে ধারণ করে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) গৌরনদী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এ আয়োজন করে। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন মিয়া।
বক্তব্য রাখেন, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোঃ ফারুক হোসেন, জেবি একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক এস,এম জাকির হোসেন, উদ্দীপন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি বিপ্লব বাবুল রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমুখ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান গুলোর প্রধানদের হাতে ক্রেষ্ট ও গাছের চারা তুলে দেন।