×

জাতীয়

আ.লীগ সমর্থক সাড়ে ৩ হাজার কনস্টেবল নিয়োগ পেতে যাচ্ছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

আ.লীগ সমর্থক সাড়ে ৩ হাজার কনস্টেবল নিয়োগ পেতে যাচ্ছেন

ছবি: সংগৃহীত

   

শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের শেষ সময়ে দলীয় পরিচয়ে চাকরিতে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ৫৭৪ জন টিআরসি চূড়ান্তভাবে নিয়োগ পেতে যাচ্ছেন। সোমবার (৪ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয়, গত জুনে দলীয় বিবেচনায় চূড়ান্ত হওয়া এসব টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী, টাঙ্গাইল, রংপুর, খুলনা, পিএসটিএস রাঙামাটি এবং পুলিশ একাডেমি সারদায় চূড়ান্ত পর্যায়ে প্রশিক্ষণরত রয়েছেন।

গত মার্চ ও এপ্রিলে সারাদেশে ৬৪ জেলায় চারটি পর্বে বিগত সরকারের দলীয় ক্যাডার হিসেবে মৌখিক পরীক্ষার আগের দিন তাদের বাছাই করা হয়। এর বাইরে বিএনপি- জামায়াতপন্থী প্রার্থীদের নানা কৌশলে বাদ দেয়া হয়।

তৎকালীন আইজিপি এবং রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার প্ল্যানিং শাখা থেকে অত্যন্ত চতুরতার সঙ্গে আওয়ামী লীগ ক্যাডারদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা বর্তমান বৈষম্যবিরোধী সরকারের সময়ে বিভিন্ন পদে বহাল তবিয়তে রয়েছেন বলে জানা গেছে।

দলীয় পরিচয়ে নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার ও তার সহযোগীরা গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশে লক্ষাধিক পুলিশ সদস্য নিয়োগের কাজ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেছে। এভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দলীয় বাহিনীতে পরিণত করার কাজ সম্পন্ন করেছে আওয়ামী লীগ।

গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, গত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত কনস্টেবল ও সাব-ইনস্পেক্টরদের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের অনেকেই আইজিপি, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি হিসেবে অবসরে গেছেন। আবার অনেকেই ঢাকার বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ পদে আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App