আমার বোনকে জোর করে নমিনেশন দেয়া হয়: সোহেল তাজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

বোনের নির্বাচনী প্রচারণায় সোহেল তাজ। ছবি : সংগৃহীত
বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাগভাজন হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদপুত্র সোহেল তাজ। ইস্তফার কারণ হিসেবে তিনি বলেছেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা, অন্যায়গুলো মেনে নিয়ে জি হুজুর বলে থাকার মানুষ না তিনি। চূড়ান্ত প্রতিবাদ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকার দিয়েছেন তাজপুত্র সোহেল। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেছেন। কথা বলেছেন তার বোন সিমিন হোসেন রিমির আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়ার বিষয়ে।
সোহেল তাজ বলেন, আমার বোনকে রীতিমতো জোর করে নমিনেশন দেয়া হয়। কারণ আমার পথটা যে বেকায়দায় ফেলেছিল সরকারকে, তাজউদ্দীন পরিবার থেকে পদত্যাগ করেছে, সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করা।
তিনি বলেন, যে যাই বলুক না কেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার একটা গুণ আছে। তার সংস্পর্শে এলে কেন জানি সবাই নিজেকে হারিয়ে ফেলে। এটা অ্যামেইজিং ট্যালেন্ট কারিশমা বলে। আপনি তার সামনে গেলে একদম দুর্বল হয়ে যাবেন।
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, দেখেন যে ঘটনাটা ঘটেছে এখানে হাজারের ওপরে মানুষ মারা গেছে। মারা গেছে নিরীহ ছাত্র, পোশাক শ্রমিক, রিকশাচালক, সাধারণ মানুষ। বাংলাদেশের ইতিহাসে কেন, গত ৫০ বছরে এশিয়ার ইতিহাসে নেই এ রকম জঘন্য হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি করা হয়েছে। পুলিশ গুলি করেছে, বিজিবি গুলি করেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলি করেছে, যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা গুলি করেছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছর যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা টাকা পাচার করেছে বিদেশে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করতে হবে। যারা অনিয়ম করেছে, হত্যা, গুম, নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। সে আওয়ামী লীগার হোক আর না হোক। এই শুদ্ধি অপারেশন করার পর যদি কোনো আওয়ামী লীগার থাকে তাকে অনুশোচনা করতে হবে। আত্মসমালোচনা করতে হবে, আত্মোপলব্ধি করতে হবে।
আরো পড়ুন : সোহেল তাজ কি আওয়ামী লীগের হাল ধরছেন?
আরো পড়ুন : আমি সৈয়দ আশরাফকে অসম্মান করতে চাইনি: সোহেল তাজ
আরো পড়ুন : শেখ সেলিমের সঙ্গে অপ্রীতিকর ঘটনা সম্পর্কে মুখ খুললেন সোহেল তাজ