আয়নাঘর কোথায়, অন্তর্বর্তী সরকারকে দেখাতে বললেন হাছান মাহমুদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার এবং মানবাধিকার কর্মীরা অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ভিন্নমত দমনের জন্য অনেককে গুম করা হতো। তাদের বিনা বিচারে গোপন বন্দিশালায় আটকে রাখা হতো। যার প্রতীকী নাম আয়নাঘর।
এর অস্তিত্ব স্বীকার বা অস্বীকার না করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের পর ৩ মাস ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। এখন তারা দেখাক, আয়নাঘর কোথায়? এই সরকারের র্যাব প্রধান বলেছে, আয়নাঘরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তো সেটা কি, জনগণকে দেখানো হোক।
রবিবার (৩ নভেম্বর) লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এই দাবি জানান। ‘আওয়ামী লীগ: তটস্থ, হতাশ, কোণঠাসা?’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন হাছান মাহমুদ। এসময় আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, জুলাই-অগাস্টের ‘হত্যাকাণ্ড’, আওয়ামী লীগের ফিরে আসা, আয়নাঘর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি।
বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় থাকা নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথিত বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার কাছে আমার প্রশ্ন ২৬ লাখ ভারতীয় কই? আয়নাঘরটা কই? তিনি তা, আইন উপদেষ্টা সেটি একটু জনগণকে দেখাক।