বেতন-ভাতা নিয়ে যে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টার দূত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
সরকারি বেতন-ভাতা না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার নিয়োগকে অবৈতনিক করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রবিবার (৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয় এবং মঙ্গলবার (৫ নভেম্বর) প্রজ্ঞাপনের বিষয়টি জানা যায়।
নতুন প্রজ্ঞাপনে আগের প্রজ্ঞাপনের শর্ত পুনর্বিন্যাস করার কথা উল্লেখ করা হয়েছে। পুনর্বিন্যাস করা প্রজ্ঞাপনে লুৎফে সিদ্দিকীর নিয়োগকে অবৈতনিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে যে সুযোগ-সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে সরকারি কাজে ব্যবহৃত গাড়ি; সরকারি ভ্রমণের ক্ষেত্রে নগদ ভাতা ছাড়াও প্রকৃত যাতায়াত ও আবাসন সুবিধা।
লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে। আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।”