×

জাতীয়

আবারো বিদ্যুতের বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশকে তাগাদা আদানির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:১০ পিএম

আবারো বিদ্যুতের বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশকে তাগাদা আদানির

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি (পিডিবি) ও ভারতীয় আদানি গ্রুপের মধ্যে বিদ্যুৎ আমদানি চুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে পুনরায় তাগিদ দিয়েছে, যাতে তারা তাদের বকেয়া পরিশোধ করে। ভারতীয় বিদ্যুৎ কোম্পানিটি দাবি করেছে, বাংলাদেশের কাছে ৮৪ কোটি ডলার বকেয়া রয়েছে, যার মধ্যে ২০ থেকে ২৫ কোটি ডলার দ্রুত পরিশোধ করতে হবে। এই অর্থ পরিশোধ না করলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি বলা হয়েছে আদানি পাওয়ারের পক্ষ থেকে।

অর্থনৈতিক সূত্রমতে, গত জুলাই থেকে আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের জন্য বাড়তি দাম ধরিয়ে বিদ্যুৎ বিল করছে। কিন্তু বাংলাদেশ সরকার সেই বাড়তি দামের সঙ্গে একমত নয়। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দাম কমানোর জন্য আদানি গ্রুপের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এর মধ্যেই বাংলাদেশের কাছে বকেয়া পরিশোধের চাপ বাড়িয়ে দিয়েছে আদানি।

গত ৭ নভেম্বরের মধ্যে এই বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ার আলটিমেটামও দিয়েছে আদানি পাওয়ার। এই পরিস্থিতিতে, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ৮০ কোটি মার্কিন ডলারের বেশি বকেয়া পরিশোধের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। গত মাসে বাংলাদেশ ৯ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করেছে, এবং চলতি মাসে আরও ১৭ কোটি ডলার পরিশোধের জন্য একটি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আদানি গ্রুপের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে তাদের একতরফা শর্ত চাপানোর চেষ্টা চলছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগে, গত ২৮ অক্টোবর আদানি গ্রুপ পিডিবি'কে একটি চিঠি পাঠায়, যেখানে ৩০ অক্টোবরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়।

পিডিবি অবশ্য এ বিষয়ে আরও সময় চেয়ে আদানি গ্রুপের কাছে আবেদন করেছে। তবে, আদানি গ্রুপের পক্ষ থেকে ৩১ অক্টোবর একটি বিদ্যুৎ ইউনিট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের বিদ্যুৎ সরবরাহে ক্ষতি করতে পারে।

এদিকে, আদানি গ্রুপের গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের জন্য অর্থের সংকট দেখা দিয়েছে। এই প্রকল্পটি চলতে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করতে হচ্ছে, তবে বর্তমান পরিস্থিতিতে তাদের চলতি মূলধন সংকটে পড়েছে, যা বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়ার কারণ হতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App