×

জাতীয়

বাংলাদেশিদের জন্য শিক্ষাবৃত্তি চালু করছে আলজেরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

বাংলাদেশিদের জন্য শিক্ষাবৃত্তি চালু করছে আলজেরিয়া

ছবি : সংগৃহীত

   

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানির সঙ্গে এক বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানিয়েছেন। গত মঙ্গলবার, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দু'দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময়, ড. আ ফ ম খালিদ হোসেন আলজেরিয়ার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তি দেওয়ার অনুরোধ জানান। তিনি আলজেরিয়ার খ্যাতনামা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে আরবি ভাষা ও সাহিত্যের শিক্ষা প্রদানের প্রস্তাব দেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, তিনি রিসোর্স পার্সন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য পাঠদান উদ্যোগ গ্রহণ করবেন। তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘‘আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। আমি আশাবাদী, আগামীদিনে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’’ তিনি আলজেরিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন বাংলাদেশের উন্নয়নে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এবং ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App