×

জাতীয়

রোজার পণ্য আমদানিতে ব্যাংকে লাগবে না নগদ অর্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

রোজার পণ্য আমদানিতে ব্যাংকে লাগবে না নগদ অর্থ

ছবি: সংগৃহীত

   

রমজান উপলক্ষে খেজুর, ছোলা, ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকে নগদ অর্থ জমা দিতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ বিষয়ে রবিবার (১০ নভেম্বর) পরিপত্র জারি হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, বাজার নিয়ন্ত্রণে চালের আমদানিতে শুল্ক বাতিল করা হয়েছে। কিন্তু কেউ আমদানি করছে না। সরকার চালের দাম কমাতে চায়। কিন্তু কৃষকের কথাও ভাবতে হয়। তাই সামনে চালের দাম খুব বেশি কমবে না।

বেশিরভাগ নিত্যপণ্যের শুল্ক তুলে দেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, রোজা পর্যন্ত ব্যাংকগুলো ছোলা, ভোজ্যতেল খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে যাতে এলসি মার্জিন না রাখে সে ব্যাপারে রোববার সার্কুলার জারি করা হবে।

এদিকে গত অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। 

এ বিষয়ে গভর্নর বলেন, গত সরকারের আমলে মূল্যস্ফীতি জোর করে কমিয়ে রাখা হতো। কিন্তু জুলাইয়ের পর থেকে এটা ফ্রি। যার কারণে সঠিক তথ্যই উঠে আসছে।

মূলত গত আগস্ট-সেপ্টেম্বরের বন্যার প্রভাবে অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়েছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারো ১০ শতাংশ ছাড়িয়েছে। তবে এটা অস্বাভাবিক কিছু নয়।

তিনি আরো বলেন, পণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। ৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না। মানুষকে ধৈর্য ধরতে হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম আছে। ডলার রেট স্থিতিশীল আছে। সুতরাং মূল্যস্ফীতি কমতে বাধ্য।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App