সারাদেশে মব জাস্টিস আতঙ্ক বৃদ্ধি, নেপথ্যে যত কারণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

ছবি: সংগৃহীত
সম্প্রতি দেশজুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মব জাস্টিস। এতে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সারাদেশে মব জাস্টিস বেড়েছে। যার কারণগুলো নানা ক্ষেত্রে সুবিধাবঞ্চিত থাকা, প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যক্তিগত দ্বন্দ্ব, জমানো ক্ষোভসহ ইত্যাদি।
মব জাস্টিস বন্ধে সরকারের নির্দেশনা থাকলেও তা পুরোপুরি বন্ধ হচ্ছে না এখনো। মব জাস্টিসে ইতোমধ্যে মানুষ হত্যা, গণপিটুনি, ব্যবসা প্রতিষ্ঠানে লুট, অনেকেই চাকরিহারা ও পদহারা হয়েছেন।
এতে করে এটি এখন রীতিমতো আতঙ্কের নাম। বিচ্ছিন্ন এসব ঘটনায় সমাজে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগসন্ধানী অনেকে আইনি প্রক্রিয়া মোকাবেলা না করে নিজেই বিচার করতে চাচ্ছে।
এসব দেখভালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও দেখেও না দেখার ভান করছেন। ফলে একের এক মব জাস্টিস ঘটছে। পুলিশ ও গোয়েন্দাসূত্রগুলো বলছে, যারা মব জাস্টিসের সঙ্গে জড়িত, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা নেয়ার চেষ্টা করছেন তারা।