অবৈধ অস্ত্র উদ্ধারে চলা অভিযান আরো জোরদার করার নির্দেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

ছবি: সংগৃহীত
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস মো. আকরাম হোসেন।
সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে জুলাই-সেপ্টেম্বর গত ৩ মাস নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট মো. রেজাউল করিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: ফের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম
অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস মো. আকরাম হোসেন অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, অবৈধ অস্ত্রধারীদেরকে কোন ধরনের ছাড় দেয়া যাবে না। এ সময় তিনি পলাতক আসামি গ্রেপ্তারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এছাড়াও মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেন তিনি।
তিনি আরো বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদেরকে তাদের কাঙ্খিত সেবা দেয়ার ক্ষেত্রে কোন ধরনের শৈথিল্য দেখানো যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরো নিষ্ঠাবান হতে হবে।
সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজা পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।