অংশীজনদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের মতবিনিময় শুরু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সিভিল সোসাইটিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ মতবিনিময় করে।
এ মতবিনিময় সভায় ১৬টি সংগঠন অংশ নেয়। মতবিনিময় সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার, উইমেন উইথ ডিজএবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), নারীপক্ষ, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, আইন ও সালিশ কেন্দ্র (আসক), চেঞ্জ ইনিশিয়েটিভ, বাঁচতে শেখা, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট (বিআইএম) থেকে মোট ৩১ জন অংশ নেন।
আরো পড়ুন: নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকারকে সেই পরামর্শ দেয়া হবে: বদিউল আলম
এ মতবিনিময় সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশ নেন। এ মতবিনিময় সভায় সংবিধান সংশোধনের বিষয়ে অংশীজনরা নিজেদের মতামত তুলে ধরেন এবং সংস্কার কমিশন সেগুলো গুরুত্বের সঙ্গে শুনেন ও লিপিবদ্ধ করেন বলে কমিটি সূত্রে জানা গেছে।
আগামী কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।