উপদেষ্টা নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য সমন্বয়ক হাসনাতের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম

উপদেষ্টা নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য সমন্বয়ক হাসনাতের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উপদেষ্টা নিয়োগের মধ্যে দিয়ে ছাত্রদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে। তিনি বলেন, যারা এতদিন আওয়ামী লীগের নুন খেয়ে গুণ গেয়েছে তাদের পুনর্বাসন চলবে না। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করা হয়। সেখানে এই মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। মানববন্ধন থেকে উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের দাবি জানান তিনি।
হাসনাত বলেন, ছাত্ররা যখন রাজপথে আওয়ামী লীগের দোসরদের তাড়াতে ব্যস্ত, ঠিক তখন আমরা খবর পাই নতুন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে বঙ্গভবনে বসে। ধানমন্ডি ৩২ নম্বরকে যারা মনেপ্রাণে ধারণ করে তাদের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ মানুষ নিজেদের জীবন দিয়েছে। তাদের রক্তকে পুঁজি করে যদি মনে করেন আপনারা উপদেষ্টা হবেন, পদ বাগিয়ে নেবেন তাহলে ভুল করছেন।
আরো পড়ুন: তারেক রহমানের জন্মদিন: যে নির্দেশ দিলো বিএনপি
আন্দোলনে শেখ হাসিনা পালানোর পর ছাত্র এবং দেশের মানুষের সাথে মশকরা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা জানতে চাই, কাদের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা বানানো হচ্ছে। শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ মানুষ নিজেদের তাজা রক্ত ঢেলে ২৪ সালে দেশ স্বাধীন করেছে। কিন্তু তাদের না জানিয়ে, তাদের প্রতিনিধিত্বকে গুরুত্ব না দিয়ে আপনারা কাদের পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন- তা আমরা জানতে চাই। আমরা এখানে কোনো ছাড় দেব না। আপনারা মশকরা বন্ধ করেন।
নিয়োগপ্রাপ্তদের ইতিহাস জানতে চেয়ে হাসনাত বলেন, আপনারা যাদের নিয়োগ দিচ্ছেন গত ১৬ বছরে তাদের আবদান কী? যারা এতদিন আওয়ামী লীগের নুন খেয়ে গুণ গেয়েছে তাদের পুনর্বাসন চলবে না। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস জানতে চাই। আপনারা যদি তা না জানাতে পারেন তাহলে মনে রাখবেন, আপনাদের ডাকে শিক্ষার্থীরা আর আসবে না।