তারিক সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে র্যাবের গুলিতে পা হারানো লিমনের অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও সেনা কর্মকর্তা তারিক আহমেদ সিদ্দিকসহ নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র্যাবের গুলিতে একসময় পা হারানো ঝালকাঠির লিমন হোসেন। অভিযুক্ত নয়জনের মধ্যে র্যাবের সাবেক সহকারী পরিচালক জিয়াউল আহসান, মেজর রাশেদও রয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনজনের পরিচয় প্রকাশ করলেও বাকিদের নাম বলেননি লিমন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেছেন তিনি।
সাংবাদিকদের লিমন জানিয়েছেন, র্যাবের অত্যাচারে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নিজের গ্রাম ছেড়ে উপজেলায় ভাড়া বাসায় থাকতে হয়েছে।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এসময় র্যাবের গুলিতে তৎকালীন কলেজ ছাত্র লিমন গুলিবিদ্ধ হন। এতে ১৬ বছর বয়সী পা হারান।
এ ঘটনায় লিমনের মা বাদী হয়ে ২০১১ সালের ১০ এপ্রিল র্যাব-৮ এর তৎকালীন ডিএডি লুৎফর রহমান, করপোরাল মাজহারুল ইসলাম, মো. আবদুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, সৈনিক প্রহ্লাদ চন্দ ও সৈনিক কার্তিক কুমার বিশ্বাসের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে একটি হত্যাচেষ্টা মামলা করেন।
এছাড়া র্যাব লিমনসহ আটজনের বিরুদ্ধে দুইটি মামলা করে। দুটোতেই সবাই খালাস পান।