উপদেষ্টা নাহিদকে নিয়ে অপপ্রচার: সাবধান করলেন সমন্বয়ক মাসউদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:৪০ এএম

ফেসবুকে ‘উই আর নাহিদ আসিফ’ হ্যাশট্যাগ দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাবধান করেছেন তিনি। ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যপ্রযুক্তি ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে নিয়ে বেশ কিছু ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে কোনো গোষ্ঠী এই অপপ্রচার চালাচ্ছেন।
সামাজিকমাধ্যম ফেসবুকে ‘উই আর নাহিদ আসিফ’ হ্যাশট্যাগ দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাবধান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল হান্নান মাসউদ। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে এই পোস্ট দেন তিনি।
মাসউদ লিখেন, ‘আজকে দেখছি নীতিহীন একটা মানুষ টকশোতে গিয়ে গলাবাজি করে গেলেন। উনি বা ওনাদের বিষয়ে আমি মাসুদ কথা বলা শুরু করলে ল্যাংটা হয়ে যাবেন। বিপ্লব কীভাবে হয়েছে আমি আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, রিফাত রশিদ আর মাহিন সরকারের চেয়ে ভালো কেউ ব্যাখ্যা করতে পারবে না।’
তিনি আরো লেখেন, ‘নাহিদ ভাই, আসিফ ভাইকে নিয়ে ষড়যন্ত্র করবেন? এই নাহিদ ভাই, আসিফ ভাইয়ের ১৬, ১৭ জুলাই থেকে শুরু করে ২৫ তারিখ আটক হওয়ার আগ পর্যন্ত ঐতিহাসিক ভূমিকাই পরবর্তীতে বিপ্লবে আমাদের পথনির্দেশনা দিয়েছেন। আটক অবস্থা থেকে বেরিয়ে যে নেতৃত্ব তারা দিয়েছেন, তার ফলাফলস্বরূপ আজকে আপনাদের এসব গলাবাজি। আমরা কথা বলা শুরু করলে তখন মুখ চেপে ধরতে আইসেন না। পরিষদের ইতিহাসও জানানো হবে।’
সাবধান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠক লেখেন, ‘আমাদের ভাইদের ইঙ্গিত করে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করবেন আর আমরা চুপ থাকবো তা আর হবে না।’
আরো পড়ুন : উপদেষ্টা নাহিদের সমর্থনে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ