×

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কীভাবে জানালেন সংস্কার কমিশনপ্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কীভাবে জানালেন সংস্কার কমিশনপ্রধান

ছবি: সংগৃহীত

   

পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, সেটা ভুল ধারণা। এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘সংবিধানকে নানা সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক-তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।’ 

মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারো নেই জানিয়ে তিনি আরো বলেন, ‘বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে।’

সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন সংস্কার কমিশনপ্রধান বলেন, ‘এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সে সঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তাও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে।’

জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব বলেও জানান বদিউল আম। বলেন, ‘তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, ‘বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি। বরং সংকট বাড়িয়েছে।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা, সেটা আলোচনার বিষয়। তবে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র করতে পারলে সংবিধান থেকে শুরু করে সব কিছুই সংশোধন সম্ভব।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App