×

জাতীয়

জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, আর থামবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, আর থামবে না

ছবি : সংগৃহীত

   

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। তবে যেতে যেতে আমাদের অনেক কাজ সারতে হবে। তিনি আরো বলেন, এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে, সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।

রবিবার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। 

ড. ইউনূস বলেন, নির্বাচনের বিষয়টি সবার মনেই রয়েছে, এবং এটি তাদের সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, আমাদের মনেও এই বিষয়টি সারাক্ষণ আছে।

প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজনের সব দায়িত্ব তাদের ওপর বর্তাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদসহ আরও কিছু কাজ শুরু করতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

এছাড়া, ড. ইউনূস বলেন, তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদের এ ম্যান্ডেট দিয়েছেন।

তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এবং এতে সব পক্ষের সম্মতি ও সহযোগিতা প্রয়োজন। আমরা কাজ করছি যেন এটি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App