×

জাতীয়

রেললাইন অবরোধ: যাত্রীদের দুর্ভোগ, সিডিউল বিপর্যয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

রেললাইন অবরোধ: যাত্রীদের দুর্ভোগ, সিডিউল বিপর্যয়

ছবি: ভোরের কাগজ

   

ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ৫ ঘণ্টার রেলপথ অবরোধে ট্রেনের সূচিতে বড় বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচির মধ্যে আসা একটি ট্রেনে ছোড়া ঢিলে শিশুসহ কয়েকজন আহত হয়। এ সময় ঢাকাগামী বিভিন্ন ট্রেন টঙ্গীসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে ঢাকা থেকেও কেউ যাত্রা করতে না পেরে কমলাপুর স্টেশনে অসহায়ত্ব প্রকাশ করেছেন। প্রায় প্রতিটি ট্রেন তিন থেকে চার ঘন্টা বিলম্বে ছাড়ছে বলে যাত্রীরা জানিয়েছে।

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, বেলা ১২টার পর কোনো ট্রেনই কমলাপুর ছেড়ে যেতে পারেনি। একইভাবে কোনো ট্রেন ঢাকায় ঢুকতে পারেনি। দুপুর থেকে বিকেল পর্যন্ত কমলাপুর স্টেশনে শত শত যাত্রীকে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তাদের অনেকে স্টেশনে পত্রিকা, মাদুর পেতে শুয়ে থাকতে বাধ্য হন। কেউ বেঞ্চে বসে অপেক্ষায় থাকেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন- যারা ছোট শিশুদের নিয়ে এসেছেন, তারা।

ভোগান্তির শিকার কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রী অবন্তিকা বলেন, ২টা ৫৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। ১২টার আগে স্টেশনে এসেছি। কিন্তু ওই ট্রেন এখনো স্টেশনেই আসেনি, কখন যাবে বলতে পারছি না।

আরো পড়ুন: সাবেক মন্ত্রীসহ ১৩ জন কারাগারে

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী কমিউটার, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, তুরাগ কমিউটার, সিল্কসিটি, কালনী এক্সপ্রেস, জামালপুর কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনোটিই ছাড়তে পারেনি।

কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে যাবে- এমন অনেক ট্রেন আটকে আছে। ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, টঙ্গী, ধীরাশ্রম, পূবাইলসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে আছে। সেগুলো এলে ফেরত যাবে।

বিকেল ৪টার পরে আরেক স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করার পর বিকেল ৪টা ১৫ মিনিটে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। তিনি বলেন, কিছু ট্রেন এখনো আসতেই পারেনি। যে সময় ছেড়ে যাওয়ার কথা, তখন ওইগুলো কমলাপুরেই আসেনি। ট্রেন আসার পর ওয়াশপিটে যাবে। আরো কিছু কাজ আছে। ফলে ট্রেনগুলো নির্ধারিত সময়ের ৩ থেকে ৪ ঘণ্টা দেরিতে ছাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App