আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি বার্তা আইন উপদেষ্টার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল । ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ওভার নাইট কোনো কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়। এটি অযৌক্তিক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দেন আসিফ নজরুল। তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হওয়ার মতোই হবে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদরা তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো-
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।