ব্যাটারিচালিত অটোরিকশা বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

ছবি: সংগৃহীত
ব্যাটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য জেলায় জেলায় কমিটি করে দেয়া হবে।
তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো উন্নত হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রিফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।